আরজি কর কান্ডের আবহে সারা দেশ তোলপাড়। চলছে দীর্ঘদিন আন্দোলন, মিছিল। এই আবহে মুম্বাইয়ে জনসমাবেশ। নীতেশ রানা এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মানুষজন এই মিছিলে জড়ো হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ শামিল হয়েছেন মিছিলে। কমপক্ষে এক লাখেরও বেশি মুসলিম মানুষ মুম্বাইয়ের রাস্তায় নেমেছেন। যার ফলে যান চলাচলের বিঘ্ন ঘটেছে। সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইসলামপন্থীরা রামগিরি মহারাজের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ক্ষুব্ধ ইসলামপন্থীরা মহামার্গ গিয়ে মুম্বাইয়ের দিকে মিছিল করে। সৈয়দ মইনের নেতৃত্বে এআইএমআইএম সমাবেশে ইসলামপন্থীরা নবী মোহাম্মদের বিরুদ্ধে যিনি মন্তব্য করেছেন তার মৃত্যু দাবি করে। সমাবেশে মুসলিমরা তাদের ভাষায় স্লোগান দিতে থাকে। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এআইএমআইএম হিন্দু সাধক রামগিরি মহারাজের নবী মোহাম্মদ সম্পর্কে তার মন্তব্যের জন্য কঠোর শাস্তির দাবি করে এবং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভ সংক্রান্ত একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির কনভয়কে অনুসরণ করে রাস্তার দুই পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বহু মানুষ। ভিডিও শেয়ার করে সেটিকে ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মুম্বাইয়ে নীতেশ রানে ও মহন্ত রামগিরি মহারাজের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। এরই মধ্যে মুম্বাই পুলিশের পক্ষ থেকে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলায় জেলায় ট্যাব 'দুর্নীতি'। বাদ নেই কলকাতাও! যাঁরা জড়িত, তাঁদের গুলির করে মারার নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।...
Read more
Discussion about this post