পুজোর মুখেই শহর কলকাতা থেকে দু-হাজারেরও বেশি বাস উঠে যেতে পারে। এমনটাই অভিযোগ করছেন বেসরকারি বাস মালিকেরা। ২০০৯ সালের হাইকোর্টের রায় অনুযায়ী ১৫ বছর পুরনো হয়ে গেলে কোনরকম মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস রাস্তায় চলাচল করবে না। অর্থাৎ গাড়ির বয়স ১৫ বছর হয়ে যাওয়ার পর থেকে সেই গাড়ি রাস্তায় নামানো যাবে না।
দৈনন্দিন জীবনে স্কুল, নিজ কর্মক্ষেত্রে অথবা নিজ গন্তব্যে পৌঁছানোর ভরসা বাস। আর সামনেই বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। যে সকল মানুষ বিভিন্ন জেলা থেকে কর্ম বা ব্যবসা সূত্রে কলকাতায় আসেন, তাঁদের জন্য সবচেয়ে সস্তার গণ পরিবহন হল বাস। পাশাপাশি পুজোর সময় বিভিন্ন গ্রাম থেকে শহরে পুজো দেখতে আসেন অনেক মানুষ এই বাস করে। কিন্তু এবার পুজোর আগেই প্রায় দু হাজার বাস চলাচল যদি বন্ধ হয় তাহলে পরিবহনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ বছরের ঊর্ধ্বে কোন পরিবহন চালানো যাবে না অর্থাৎ ১৫ বছর বয়স পেরিয়ে গেলে কোন গাড়ি রাস্তায় নামানো যাবে না। আর নির্দেশ অনুযায়ী চলতি বছরে আগস্ট মাসের ১ তারিখ থেকেই অনেক বাস উঠে গেছে এবং পুজোর আগেই প্রায় দু হাজারের বেশি বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই ২০০০ বাস চালিয়ে যে সকল বাস চালক এবং কন্ডাক্টার সহ পরিবহনের যারা যুক্ত তাদের কি হবে? পুজোর সময় পরিষেবার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারে সাধারণ মানুষ। তবে বাস মালিকদের অভিযোগ কবীর কোভিড চলাকালীন দু’বছর তারা বাস চালাতে পারেনি। সে দিকে লক্ষ্য রেখে আরো দু’বছর বাড়িয়ে দেওয়া হোক। বাস মালিকদের তরফ থেকে বারবার পরিবহন মন্ত্রী ও পরিবহন সচিব কে চিঠি দেওয়া হয়েছে তবে সরকারের তরফ থেকে কোনরকম উত্তর না মেলায় তারা পুনরায় হাইকোর্টের দারস্ত হয়েছেন যাতে তাদের দু বছর আরো সময়সীমা বাড়তি হিসেবে পাবে। এবার শুধু সময়ের অপেক্ষা আদালতের রায়ের।
Discussion about this post