টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দুবাই গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্যান্যবারের তুলনায় এবার ভারতীয় দল বেশ শক্তিশালী। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজের দুরন্ত পারফরমেন্সের পর আত্মবিশ্বাসের দিক থেকে স্মৃতি মন্থণা ,শেফালী বর্মারা ভালো জায়গায় রয়েছেন। এছাড়াও ফর্মের মধ্যে রয়েছেন বাংলার মেয়ে তথা ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ। ওডিআই জিততে গেলে ৫০ ওভারই ছন্দে থাকতে হয় ।সেই তুলনায় টি-টোয়েন্টি অনেকটা আনপ্রেডিক্টেবল গেম। তাই বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট করেছে হারমনপ্রীত কৌর ,স্মৃতি মন্থণাদের ভারত ।কোচ অমল মজুমদার আশাবাদী ভারতের প্রমিলা বাহিনী ভালো কিছু করে দেখাবে দুবাইয়ের বুকে। দলের সঙ্গে এবার থাকছে মনোবিদ মুগ্ধ বাভারে। এবছর আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের হওয়ার কথা ছিল। সে দেশে অশান্তির জেরে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় দুবাইতে। ভারত ছাড়ার আগে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলে গেলেন,’ আমাদের জন্য প্রস্তুতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ।আমরা ভালই প্রস্তুতি করেছি এবারে আর বিশ্বকাপ জিততেই চাই দেশের জন্য ।আশা করছি এবার ইতিবাচক ফলই আসবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ভালো রকম প্রস্তুতি সেরেছি টি-টোয়েন্টি বিশ্বকাপের’। আরব আমি শহীদ উদ্দেশ্যে ভারতীয় মহিলা দল যাওয়ার আগে তাদের কোচ অমল মজুমদার বলেছেন এবারের টিম ইন্ডিয়া কিছু করে দেখাতে মরিয়া ।তার কথায় ,’আমাদের প্রস্তুতি ভালই হয়েছে আর আমরা দুবাইয়ে যাওয়ার জন্য তৈরি। আমরা গত দশটা দিনে পাঁচটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি, ফলে বিভিন্ন বিভাগেরই শক্তির সঙ্গে আমাদের লড়াই হয়েছে ।ফলে দল খেলার জন্য প্রস্তুত রয়েছে সেটা বলতে পারি,’। বিসিসিআই ভারতীয় মহিলা দলের দুবাই উড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post