বন্যা কবলিত হুগলির বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামে মাটির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও লাভ হয়নি কিছু। বুধবার ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে বলাগড় পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
সেখানে গিয়ে সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র এবং ডিভিসি-কে দায়ী করলেন। তবে এবার একক গুলিয়ে ফেললেন তিনি। তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দোপাধ্যায় বলে বসলেন, ‘‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর ভেসে যাচ্ছে। আর ডিভিসি বলছে, রাজ্যকে জানিয়ে পাঠিয়েছে!’’ এরপরই সাংসদের একক ভুলে কিউসেকের সঙ্গে কুইন্টাল গুলিয়ে ফেলা নিয়ে বিজেপির খোঁচা, ‘‘সাংসদকে মিউজিয়ামে রাখা উচিত।’’
রচনার ভুল মন্তব্য নিয়ে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রেখে দেওয়া । সাংসদ রচনা বলছেন, কেন্দ্রীয় সরকার ও ডিভিসি নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! উনার কাছে প্রশ্ন,জল কুইন্টালে কবে থেকে মাপা শুরু হল? ন্যূনতম জ্ঞান নেই তার ।’’ উল্লেখ্য, তরল প্রবাহের পরিমাপের একক হল কিউসেক। সেই একক এ ভুল, নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের দই কেন বেশি ভাল আবার রাইস মিলের চিমনির ধোঁয়া দেখে তৃণমূল প্রার্থী বলেছিলেন হুগলিতে শুধু ধোঁয়া আর ধোঁয়া এই সব নিয়ে বিস্তর মিম তৈরি হয় সমাজমাধ্যমে। এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, ‘‘মিম তৈরির রসদ সাংসদ নিজেই তৈরি করেন।”
Discussion about this post