বাংলাদেশের সাতক্ষিরা জেলা থেকে সরাসরি হুগলির কেওটায়। বাংলাদেশের শিল্পী দিপু বিশ্বাসের শিল্পের ছোঁয়ায় ক্রমশই জীবন্ত হয়ে উঠছে এপার বাংলার শারদোৎসবের থিম। দেশের সীমা ছাড়িয়ে এবার বাঙালির শারদোৎসব বাস্তবেই সার্বজনীন। সোশ্যাল মিডিয়ায় কাজ দেখে সরাসরি ওই ছাত্রের সাথে যোগাযোগ করেন তিনি। ঠিক করেন এবারে এলাকার পুজোর কাজ তাঁকে দিয়েই করাবেন। ব্যস যেমন কথা তেমন কাজ। পুজোর প্রাক্কালে ডেকে নিলেন ওই ছাত্রকে এপার বাংলায়। এখানে মণ্ডপের দেওয়ালে নিজের অসাধারণ হাতের ভাস্কর্য ফুটিয়ে তুলছেন তিনি। তবে বাড়িতে কথা দিয়ে এসেছেন পুজোতে নিজের দেশেই ফিরে যাবেন। বাড়িতে সবার সাথেই কাটাবেন এবারের পুজো। পাশাপাশি দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ এসে পৌঁছেছে এপার বাংলায়। চলছে ভারতে বাংলাদেশ ক্রিকেট সিরিজও। দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলছিল। এবার শিল্পের আদান প্রদানে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে, আশাবাদী দুই দেশের শিল্পীরা। তাই এই আবহেই পড়শি দেশ ভারতের পশ্চিমবঙ্গে দুর্গা মন্ডপে কাজ করতে চলে এসেছেন বাংলাদেশের শিল্পী দিপু বিশ্বাস। বাংলাদেশের এমন উত্তাল পরিস্থিতির মধ্যে দেশ বা রাজ্যের শিল্পী বাদে দীপুকে ডাকা প্রসঙ্গে রঙ্গজীব বলেন, শিল্প কর্ম সর্বত্র সমাদৃত হয়। শিল্পীর কোনও দেশ হয় না। ওঁকে সমাজ মাধ্যমে খুঁজে পাই। দীপুর হাতের কাজ অসাধারণ। তবে শুধু ওপার বাংলা থেকে নয় ভারতের একাধিক রাজ্য থেকেও থিমের কাজ করতে আসেন বহু শিল্পী।
বাংলাদেশে আওয়ামী লিগের সরকারের পতনের পর থেকেই ভারতীয় দূতাবাস কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি সেখান থেকে ভিসা প্রদান কার্যক্রমও বন্ধ...
Read more
Discussion about this post