দেবাশিস আশ নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়৷ তার জেরেই বছর পঁয়ত্রিশের ওই যুবক মারা যান৷ মঙ্গলবার রাতে হুগলির আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে৷ নিহতের পরিবারের দাবি, স্থানীয় তৃণমূল নেতা হেমন্ত পালের নেতৃত্বে মারধরের ঘটনা ঘটেছে ৷ পুলিশ হেমন্ত পালকে গ্রেফতার করেছে ৷ এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে হাজির হন আরামবাগ থানার আইসি রাকেশ সিং। অভিযুক্ত টিএমসি নেতা হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। তিনি আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করতেন তিনি। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আরামবাগ পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দেবাশিসের ভাগ্নে সায়নের সঙ্গে অভিযুক্ত হেমন্তের বচসা হয়। অভিযোগ, মদ খেয়ে গালিগালাজ করছিলেন তিনি। তারই প্রতিবাদ করেন সায়ন। তা থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার পরই হেমন্ত এবং তাঁর দুই সঙ্গী অচিন্ত্য, স্বর্ণদীপ প্রতিহার মারধর করেন সায়নকে। খবর পেয়ে সায়নের মামা ঘটনাস্থলে আসেন। কেন তাঁর ভাগ্নেকে মারধর করা হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন দেবাশিস। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই দেবাশিসের উপর চড়াও হন হেমন্ত এবং তাঁর সঙ্গীরা। লোহার রড দিয়ে মারধর করা হয় দেবাশিসকে। পরে দেবাশিসকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দেবাশিসের পরিবার এবং এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
হাইকোর্টের বিচারাধীন মামলায় কটাক্ষ সুকান্তেরও, জাল ওবিসি শংসাপত্র প্রমাণ হওয়ার পর প্রধান পদ বাতিল হলেও বাতিল হয়নি সদস্যপদ, এখনও গ্রেফতার...
Read more
Discussion about this post