রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সাক্ষাৎকালে সেনাপ্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর আগে গত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ওই সময় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে সেনাপ্রধান ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার দুঃসাহস দেখাবেন না। লক্ষ-লক্ষ বাঙালির আত্মত্যাগের ইতিহাস মোছার ষড়যন্ত্র করলে বাংলাদেশ সেনার সদস্যরা হাত গুটিয়ে বসে তাকবে না।’ যদিও সেনাপ্রধানের হুমকির মুখে কাচুমাচু মুখে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘রিসেট বাটন’ নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কথা বলেননি তিনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বৈরাচারি শাসনের’ ইতিহাস মুছে ফেলার কথা বলেছেন। প্রসঙ্গত, গত মাসে জাতিসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ কে দেওয়া সাক্ষাৎকারে নব্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বলেছিলেন, ‘প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে, আমরা ‘রিসেট বাটন’ পুশ করেছি। এভরিথিং ইজ গন; অতীত নিশ্চিতভাবে চলে গিয়েছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে।’ রবিবারের সাক্ষাৎকারে সেনাপ্রধান সেই বিষয়ে সতর্ক করলেন ইউনুসকে।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post