মঙ্গলবার রেড রোডের কার্নিভাল ঘিরে তাই সাজো-সাজো রব প্রশাসনে। গত বছর প্রায় ১৫ হাজার মানুষ রেড রোডের অস্থায়ী গ্যালারিতে বসে কার্নিভাল দেখেছিলেন। এবার সেই আসনসংখ্যা আরও বেড়েছে। রেড রোড এলাকার বাইরেও বহু মানুষ কার্নিভাল দেখতে আসেন।কার্নিভাল দেখার পর দর্শকদের বাড়ির ফেরার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা রাত পর্যন্ত চালু রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। আজ দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে ১০টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। কবি সুভাষ থেকেও দমদমের শেষ মেট্রো ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের মেট্রো ছাড়বে ১০টা ৪০ মিনিটে। এবার আসি বাস পরিষেবা। হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে বাড়তি বাস থাকছে। বাড়তি ২টি এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। ২টি এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে। বাড়তি ২টি এস-৯ এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে। বাড়ি ফেরার জন্য পরিষেবা থাকবে লঞ্চঘাট গুলিতেও। এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টি AC5 বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত একটি বাড়তি E-4 বাস। ফেরি সার্ভিসও রাত পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে বেশি সংখ্যক লঞ্চ থাকবে।
বাণিজ্য থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শিল্প, সব ক্ষেত্রেই এখন পাকিস্তানের মুখাপেক্ষী হতে চাইছে বাংলাদেশের ইউনূস বাহিনী। এবার সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের...
Read more
Discussion about this post