শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচল দেরিতে হওয়ার সমস্যা মেটাতে এবার নতুন পদক্ষেপ নিল পূর্ব রেল। শুক্রবার থেকে ট্রেন স্টপেজের সময়সীমা কমিয়ে মাত্র ৩০ সেকেন্ড নির্ধারণ করা হয়েছে। এতদিন পর্যন্ত ট্রেনগুলি প্রতি স্টেশনে ৪০ থেকে ৫০ সেকেন্ড দাঁড়াতো। যাত্রীদের ওঠা-নামার জন্য এই সময় পাওয়া গেলেও, নতুন নিয়মে মাত্র ৩০ সেকেন্ডেই যাত্রীদের উঠতে-নামতে হবে, যা অনেকেই যথেষ্ট অপ্রতুল বলে মনে করছেন। অফিস টাইমে অধিকাংশ ট্রেনেই প্রবল ভিড় হয়। ৪০ থেকে ৫০ সেকন্ডেও অনেকসময় যাত্রীরা উঠতে পারেন না। ট্রেন মিস হয়। সেখানে সময় আরও কমে গেলে সমস্যা বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। যদিও রেলের একাংশের দাবি, লোকাল ট্রেনের স্টপেজের সময়সীমা বরাবরই ৩০ সেকেন্ড। অনেকের ধারণা, খাতায় কলমে ৩০ সেকেন্ড থাকলেও ট্রেনগুলো আরেকটু বেশি সময় দাঁড়াত, তবে এবার কড়া ভাবে মেনে চলা হবে সময়সীমা। তাই সময় কমার বিষয়টা আদৌ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। লোকাল ট্রেন শহরের নিত্যযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে এটি একমাত্র ভরসা। অনেকেই প্রতিদিন কয়েক ঘণ্টা ট্রেনে করে কাজের উদ্দেশ্যে কলকাতায় আসেন। একটি ট্রেন মিস করলে তাদের জন্য ভোগান্তির শেষ থাকে না। এই পরিস্থিতিতে রেলের নতুন নিয়ম যে সমস্যা তৈরি করবে, তা বলাই বাহুল্য। পূর্ব রেলের এক আধিকারিক জানান, “শিয়ালদহ ডিভিশনে ট্রেনের সময়সীমা নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। তাই আমরা এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করছি, যাত্রীরা আমাদের সহযোগিতা করবেন এবং আমরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারব।”
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post