দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমশ বাড়ছে বুড়ো-বুড়িদের সংখ্যা। আর তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই সমস্যা মোকাবিলায় দক্ষিণ ভারতের মানুষের প্রতি তাঁর বার্তা, যত বেশি করে সম্ভব সন্তানের জন্ম দিন। যাতে আগামী দিনে আরও বেশি করে অল্প বয়সীদের সংখ্যা বাড়ে। শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ্য সরকার এমন একটি আইন আনার কথা ভাবছে, যে আইন অনুসারে, কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই স্থানীয় প্রশাসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যাদের দুইয়ের বেশি সন্তান থাকবে।’ এই প্রসঙ্গে আগের একটি আইনের কথা বলেন চন্দ্রবাবু এবং বর্তমান পরিস্থিতিতে সেই আইনের বিপরীত প্রয়োগের পক্ষে কথা বলেন তিনি। চন্দ্রবাবু নাইডু আরও জানান, দক্ষিণ ভারতের অনেক অংশেই ইতিমধ্যেই বয়স্কদের জনসংখ্যা বেশি, বিশেষত অন্ধ্রপ্রদেশে। যদিও ২০৪৭ সাল পর্যন্ত ভারতে জনসংখ্যাগতঅ্যাডভান্টেজ থাকবেই। তবে এই ট্রেন্ড চিন্তাজনক। বেশিরভাগ পরিবারেই এখন ‘হম দো, হামারে এক’। অর্থাৎ, দু’জন অভিভাবক থেকে একজন সন্তান হচ্ছে। এর ফলে দীর্ঘ মেয়াদে জনসংখ্যা ব্যাপক হারে কমতে পারে। উল্লেখ্য, আগে রাজ্যে এমন এক আইন পাস করা হয়েছিল, যার মাধ্যমে দুইয়ের বেশি সন্তান যাঁদের রয়েছে, তাঁরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। এ নিয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমরা সেই আইন বদলে দিয়েছি। এবং এখন আমরা ভাবছি, সেই আইন বিপরীতভাবে প্রয়োগ করব। এমনকী, যেসমস্ত পরিবারে অধিক সন্তান থাকবে, তাদের সরকারের তরফে বেশি সুযোগ-সুবিধাও প্রদান করা হতে পারে।’
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post