আসানসোল পুর নিগম এক কাউন্সিলারকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় চ্যাঞ্চল্য। ঐ কাউন্সিলার ইতি মধ্যে বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আখতার আনসারীকে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্পিডপোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। কুলটি ডাকঘর তথা পোস্ট অফিসের ডাককর্মী তার বাড়িতে ঐ স্পিডপোস্টের চিঠিটি তুলে দেন। এরপর ঐ চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন, সেখানে একটি সাদা কাগজ রয়েছে। যার মধ্যে লেখা রয়েছে, ছটপূজোর পর সাবধানে থাকো। সঙ্গে লাল দাগও দেওয়া হয়েছে চিঠিতে। সেলিমের দাবি, “খামের ভিতরে একটি চিরকুট ছিল। তাতে কালো কালিতে ইংরেজিতে লেখা রয়েছে, সাবধান… সেলিম আখতার, পুর প্রতিনিধি ৬৩ নম্বর ওয়ার্ড। লেখাটির নীচে লাল কালির চিহ্ন রয়েছে।” তাঁর কথায়, “এলাকায় তৃণমূলের সংগঠন ধরে রেখেছি। সেই রাগ থেকেই এই হুমকি এসে থাকতে পারে। তবে আমি ভয় পাইনি।” মেয়র বিধান উপাধ্যায় বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।” দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “এখন তৃণমূল নেতা ও জন-প্রতিনিধিরা রাজ্যবাসীর সম্মান খুইয়েছেন। এ সব নাটক করে হালে হাওয়া পেতে চাইছেন।” এই ঘটনার বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সেলিম আনসারী।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post