প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব রেলের তরফে শিয়ালদা এবং হাওড়া শাখায় লোকাল এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। এবার কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে যাতে কোনও বিপদ না হয়, সেই আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় ডানা ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা বন্দরের মধ্যবর্তী কোনও স্থানে এই ল্যান্ডফল প্রক্রিয়া হবে। যে হেতু এই অঞ্চলটি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের আওতাধীন। তাই অতিরিক্ত সতর্কতা নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এতে বিমান ওঠানামায় বিপদের আশঙ্কা থাকে। সেই কারণেই ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ল্যান্ডফলের সময় কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা বিমানবন্দরের আওতাধীন এলাকায় বিমান চলাচলেও নিয়ন্ত্রণ করা হতে পারে প্রয়োজন মতো। উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের সময়ও কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।
Discussion about this post