একেই বলে সোনায় সোহাগা! ধনতেরাসের আগে হুহু করে দাম কমলো সোনার। জানেন কত টাকায় পাবেন আপনার পছন্দের সোনার গয়না? কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। হুজুগে বাঙালি তাই আলাদা করে উৎসবের অপেক্ষা জন্য করে না। তারা নিজেই উৎসবকে আহ্বান করেন নিজের মতো করে।সামনেই দীপাবলি। আর তার আগে বাঙালির প্রিয় উৎসব ধনতেরাস! আর ধনতেরাস মানেই ধনের বর্ষা।
বাঙালি এইসময় মেতে ওঠে নিজের ঘরকে আলোয় আলোয় সাজাতে।সুসজ্জিত ঘরে জ্বলে ওঠে নানান রঙের বাহারি প্রদীপ। সেই সঙ্গে আপামর ভারতবাসী মেতে ওঠেন মূল্যবান গহনা কেনা কাটায়,আর সেই কারণে গহনার দোকানগুলিতে ভীড় জমে ওঠে। তবে শুধু বাঙালি নয় এই ধনতেরাস আপামর ভারতবাসীর। ধনতেরাসের রীতিনীতি পরিলক্ষিত হয় অবাঙালিদের মধ্যেও। নিয়ম করে এইদিনে সোনা রুপো কেনায় ব্যস্ত থাকেন তারাও।
তবে জানেন কি এই দীপাবলিতে আপনার প্রিয় সোনার দাম একধাক্কায় ঠিক কতটা কমলো?
জানা যাচ্ছে, দীপাবলির এই উৎসবে মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৭৩,১৫০ টাকা এবং ২৪ ক্যারট সোনার দাম ৭৯,৮০০ টাকা। পাশাপাশি, দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম কিছুটা হলেও বেশি। ২২ ক্যারট সোনার দাম ৭৩,৭৪০ টাকা এবং ২৪ ক্যারটের দাম ৮০,৪৩০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৭৩,৬৪০ টাকা এবং অন্যদিকে ২৪ ক্যারট সোনার দাম ৮০,৩৩০ টাকা। এবার দেখার বিষয়, দীপাবলির আগে সোনার এই দাম কতটা মন কাড়তে পারে ক্রেতাদের।
Discussion about this post