বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। সেই ঘটনায় সামান্য জখম হন অর্জুন সিংও। এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এবার সেই মামলায় রাজ্যকে একাধিক নির্দেশ দিল হাইকোর্ট। গত ২৮ অগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার মুহূর্তে বিজেপি নেতার গাড়ির সামনে দুষ্কৃতীদের গুলি চালানোর হাড়হিম ফুটেজও প্রকাশ্যে আসে, যা রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। সেই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং৷ তিনি অভিযোগ করেন, তৃণমূলের পদাধিকারীদের নির্দেশেই প্রিয়াঙ্গু পাণ্ডেকে খতম করার চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে আবেদনকারীর আইনজীবী শাবির আহমেদ বলেন, যে সিসিটিভি ফুটেজ আছে তাতে দেখা গেছে কে কে যুক্ত ছিল এই ঘটনায়। স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অভিযুক্ত। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের আইনজীবী বিস্ফোরক অভিযোগ আনেন। এই প্রেক্ষিতেই বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, এনআইএ আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্য এই বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে কিনা, আগামী শুনানিতে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। এর পাশাপাশি বিজেপি নেতার বাড়ির এলাকার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে। ছুটির পরে রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post