মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন্যা আজানিয়াও। সানগ্লাস পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় এলেন অভিষেক। পুজোয় এসেই মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে মা কালীকে প্রণাম করেন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রীকেও। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি উঁচু জায়গায় বসে যজ্ঞ দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশেই বসে ছিলেন মেয়ে। মাঝেমধ্যেই মেয়ে অভিষেকের হাঁটুতে মাথা রাখছিলেন। আর সেইসময় আদর করে তাঁর মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় অভিষেককে। তারইমধ্যে মুখ্যমন্ত্রীও একাধিকবার কথা বলেন অভিষেকের সঙ্গে। তাঁদের থেকে একটু দূরে ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা। বাকিদের সঙ্গে তিনিও মেঝেতে বসে মা কালীর পুজো দেখতে থাকেন। এ বছর মমতার বাড়ির কালীপুজোর ৪৭তম বর্ষ। মাটির ঘট দিয়ে পুজো সাজানো হয়েছে। তাতে পেঁচা এবং ধানের ছড়া আঁকা রয়েছে। মমতা নিজে কালীপুজোর ভোগ রান্না করেছেন। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়রা।তাঁদের পুজোর জোগাড়ের কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এ ছাড়া, মমতার বাড়ির পুজোয় ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার মতো পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তারা। তৃণমূলের প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়কদেরও পুজোয় উপস্থিত থাকতে দেখা গিয়েছে। হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছেন মমতা। সকালে বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এবার সন্ধেবেলা কালী আরাধনার ছবি দেখা গেল। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় দলের নেতা-কর্মী ছাড়াও দেখা গেল গ্ল্যামার জগতের অনেককে। এসেছিলেন অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, পূজারিণী ঘোষ। এছাড়া ছিলেন তারকা সাংসদ জুন মালিয়া।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post