অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে শুক্রবার তাঁকে দেওয়া হল বিদায়ী সন্বোধনা। সেখানে স্বভাষণ দিতে গিয়ে কপালে হাত ঠেকিয়ে প্রত্যেককে নমস্কার জানান তিনি। তিনি যদি কাউকে আঘাত দিয়ে থাকেন তাহলে ক্ষমাপ্রার্থী। এমনটাই জানালেন প্রধান বিচারপতি।
সেরিমোনিয়াল বেঞ্চের আইনজীবীরা এদিন বিদায়ী প্রধান বিচারপতিকে সন্বোধন করেন। এবং পাশাপাশি স্মরণ করেন বিচার বিভাগে প্রধান বিচারপতির অবদানের কথা। উপস্থিত ছিলেন অভিষেক মনু সিঙভি এবং কপ্পিল সিব্বলও। এমনকি উপস্থিত বেশ কিছু আইনজীবী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে রসিকতাও করেন। তারা বলেন, আপনার যৌবনের রহস্য আমাদের জানান।
এদিন নিজের কর্মজীবনের প্রথম দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি জানান, তরুণ বয়সে এই আদালতে আসতাম। সবকিছু খুঁটিয়ে দেখতাম। এর সঙ্গে তিনি জানান, আমি ভেবেছিলাম দুপুর ২টোর মধ্যে আদালত খালি হয়ে যাবে। কিন্তু আপনাদের উপস্থিতি আমাকে অভিভূত করেছে। আমরা অল্ম সময়ের জন্য আসি, আবার চলে যাই। মাঝখানে কাটে বেশ কিছু সময়। অন্যদিকে প্রধান বিচারপতির প্রশংসা করেন বর্ষীযান আইনজীবী এবং কংগ্রেস নেতা কপিল সিব্বল। এমনকি সলিসিটর জেনারেল তুষার মেহতাও বিচারপতির প্রশংসা করেন।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
Discussion about this post