ঢাকার মতিঝিল এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার বিকেলে ব্যানার নিয়ে অল্পসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। নূর হোসেন দিবসে উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঢাকায় শহিদ নূর হোসেন চত্বর থেকে প্রতিবাদ মিছিল ডেকেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মিছিল শুরুর কথা ছিল ভারতীয় সময় দুপুর আড়াইটেয়। কিন্তু সেই মিছিল হতেই দিল না পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।শনিবার থেকেই শুরু হয়েছিল পুলিশি ধরপাকড়। ঢাকা থেকে আওয়ামী লীগের ১০ জন সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ। আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সহ প্ল্যাকার্ডও পাওয়া গিয়েছিল তাঁদের থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছিল। যদিও ধৃতের নাম-পরিচয় উল্লেখ করেনি পুলিশ। এদিকে আওয়ামি লিগকে ‘ফ্যাসিবাদী’ তকমা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখানেই শেষ নয়। রবিবার আওয়ামি লিগ যে মিছিলের পরিকল্পনা করেছে, সেখানেও অনুমোদন দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনও ধরনের হিংসাত্বক ঘটনা বরদাস্ত করবে না। বাংলাদেশে আইনশৃঙ্খলা ভাঙার কোনওরকম প্রচেষ্টা হলে তা যে মেনে নেওয়া হবে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
Discussion about this post