ভারতীয় রেলের যাবতীয় নজর এখন বন্দে ভারত ট্রেনসেটের দিকে। ইঞ্জিনবিহীন এই ট্রেনের সুবিধা অনেক। লোকাল ইএমইঊ ট্রেনের মতো এই বন্দে ভারত যেমন দ্রুত গতিবেগ ওঠানামা করতে পারে, তেমনই ইঞ্জিন না থাকায় সহজেই দিক পরিবর্তন করে উল্টো দিকে যাত্রা করতে পারে। ফলে সময় অপচয় অনেক কম হয়, অন্যদিকে বিদ্যুৎ বা ডিজেল সশ্রয় হয় প্রচুর পরিমানে। ইতিমধ্যেই ভারতীয় রেলে একশোতির বেশি বন্দে ভারত চেয়ার কার ভার্সন ছুটে বেরাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার পালা দূরপাল্লার স্লিপার বন্দে ভারতের। চলতি বছরের শেষ মাসেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের বাণিজয়িক পরিষেবা শুরু হতে পারে। আবার ২০২৫ সালের প্রথম দিকে আরও ১০টি বন্দে ভারত স্লিপার ট্র্যাকে নামবে বলেই আশা করছেন রেল কর্তারা। ফলে জোর কদমে চলছে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির তোড়জোড়। আপনারা জেনে অবাক হবেন, এই বাংলার এক সংস্থাও ঝাঁ চকচকে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত পেয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, টিটগড় রেল সিস্টেম লিমিটেডের কারখানায় তৈরি হতে চলেছে বন্দে ভারত স্লিপাড় ট্রেনের ৮০টি সেট। টিটগড় রেল সিস্টেম লিমিটেডের ডেপুটি সিইও প্রীতিশ চৌধুরী সর্বভারতীয় সংবাদপত্র মিন্ট-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রোটোটাইপ তৈরি হয়ে বেরোবে তাঁদের কারখানা থেকে। সেটি ট্রায়াল রানে পাশ করলেই পরবর্তী ২ মাসে সরবরাহ করা শুরু হবে বন্দে ভারত স্লিপরের বাকি ট্রেনসেটগুলি। আগামী ১২ মাসের মধ্যে ১৬টি ট্রেন সেট রেলের হাতে তুলে দেওয়া হবে বলে জানান টিটগড় রেল সিস্টেম লিমিটেডের ডেপুটি সিইও প্রীতিশ চৌধুরী।
সূত্রের খবর, ভারতীয় রেলের তরফে টিটগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড বা ভেলের যৌথ কনসোর্টিয়াম ৮০টি বন্দে ভারত স্লিপার সরবরাহ করার বরাত পেয়েছে। সংস্থা সূত্রে খবর, মোট ১০ হাজার কোটি টাকার বরাত। ফলে জোরকদমে প্রথম প্রোটোটাইপ ট্রেনসেট তৈরির কাজ চলছে বাংলার এই সংস্থার কারখানায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টিটাগড় রেল সিস্টেম ও ভেলের বন্দে ভারত স্লিপরের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বর্তমান বন্দে ভারতের তুলনায় আরও ঝাঁ চকচকে হতে চলেছে বাংলায় তৈরি নতুন স্লিপার ভার্সন। অনেকটাই বিদেশী বুলেট ট্রেনের মতো লুক। জানা যাচ্ছে, এই সংস্থার নতুন ট্রেনে যাত্রীদের জন্য আরামদায়ক আরও বন্দোবস্ত থাকবে।
উল্লেখ্য, মোট ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট তৈরির বরাত দিয়েছে ভারতীয় রেল। এর মধ্যে ১২০টি ট্রেনসেট তৈরির বরাত পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড এবং ট্রান্সমাসহোল্ডিং নামে একটি রাশিয়ান সংস্থার যৌথ উদ্যোগ। তারা প্রতিটি ট্রেনসেটের জন্য ১২০ কোটি টাকা করে বিড করেছে। এই আবহে ৮০টি ট্রেনসেট তৈরির জন্য সেই বিডকে ‘ম্যাচ’ করতে হত টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়ামকে। তাঁরা সেই মতো বিড করায় ৮০টি ট্রেন সেট তৈরির বরাত অর্জন করে। শুধু তাই নয়, আগামী ৩৫ বছর তাঁদের তৈরি ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়ামের উপর। এই ৮০টি স্লিপার ট্রেন তৈরির জন্য রেল বোর্ডের থেকে ৯৬০০ কোটি টাকা পাবে টিটাগড় এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়াম। এবং রক্ষনাবেক্ষণের জন্য আরও অর্থ প্রাপ্য হবে এই কনসোর্টিয়ামের।
Discussion about this post