: দিনের শুরুতে যেন একটার পর একটা ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন কলকাতার নাইট রাইডার্স এর কর্তারা। যশ বাটলার কে এল রাহুলদের জন্য দর হাঁকা শুরু করেও থেমে গিয়েছে বেঙ্কি মাইশোররা । শেষমেষ ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা হলো ভেঙ্কটেশ আইয়ার কে। গত বছর চ্যাম্পিয়ন টিমের রিটেন ক্রিকেটারদের মধ্যে ভেঙ্কটেশকে রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। ৺তাকেই আবার বিশাল টাকা খরচা করে নেওয়ার অর্থ বোধগম্য হচ্ছে না ক্রিকেট মহলের একটা বড় অংশের। অনেকেই মনে করছেন ভেঙ্কটেশ আইয়ার কে ক্যাপ্টেন করবেন বলেই বিশাল টাকা খরচা করল কেকেআর ।এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে ব্যস্ত মধ্যপ্রদেশের ভেঙ্কটেশ এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি কেকেআরের ভাইস ক্যাপ্টেন থেকেছি ।নীতিশ রানা না থাকায় নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। দুর্ভাগ্যবশত চোটের জন্য নেতৃত্ব দিতে পারিনি। যদি নাইটদের নেতৃত্বে সুযোগ পাই সেই দায়িত্ব দেওয়ার জন্য আমি পুরোপুরি তৈরি “। দিন দুয়েক আগে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের কাছে তাকে টিমে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এই রহস্য ফাঁস করলেন ভেঙ্কটেশ নিজেই। কেকেআর সিইও বেঙ্কি মাইশোরের যুক্তি, ” আমাদের কোর টিম পূর্ণ করেছি। যদিও নাইটদের প্রয়োজন ছিল একজন ক্যাপ্টেন। সে ক্ষেত্রে শ্রেয়াস, পন্থ, বাটলারদের ছেড়ে বেঙ্কটেসের উপর ফাটকা খেলার যুক্তি নিয়ে উঠেছে প্রশ্ন। কি কি আর দলে যারা অন্তর্ভুক্ত হলেন- ভেঙ্কটেশ ,নোকিয়া, কুইন্টন ডি কক, রাহমাতুল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অঙ্গকৃশ রঘুবংশী ও মায়াঙ্ক মার্কন্ডে । কেকেআরের যাদের রেখে দেওয়া হয়েছে সুনীল নারিন আন্দ্রে রাসেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রামানদীপ সিং ।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post