বাংলার শাসকদলের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প বেশ প্রশংসিত হয়েছে। তারমধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প। যদিও বিরোধীদের বক্তব্য ভিন্ন। এই প্রকল্প দিয়েই নাকি ভোট বৈতরণী পার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, বাংলার সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলি অনেক বেশি প্রভাব পড়েছে। যে কারণে বিপুল ভোটে জিতেছে রাজ্যের শাসকদল। এইবার লক্ষ্মীভাণ্ডারের সঙ্গে পাল্লা দিয়ে মাসে ২ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল কেন্দ্র।
এইবার মিলবে ২ হাজার টাকা। তবে..
কারা পাবেন এই টাকা? কাদের জন্য ভাবা হয়েছে এই প্রকল্প? কবে থেকেই বা মিলবে এই টাকা?
জানা গিয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা পাবেন এই টাকা। তাদের সহায়তা করার জন্যই এই প্রকল্প আনা হচ্ছে কেন্দ্রের পক্ষ থকে। তবে..
কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য?
তাও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই প্রকল্পের আওতাধীন হতে গেলে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন নাগরিকরা। পাশাপাশি ব্লক অফিসে গিয়ে আবেদন করতে পারেন। সমস্ত রকম নথি যাচাই করে নাম নথিভুক্ত হবে। তারপরই অ্যাকাউন্টে যাবে টাকা। জানা গিয়েছে, বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাম নথিভুক্ত করা যাবে।
Discussion about this post