বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে সে দেশের প্রশাসন। যা ঘিরে রণক্ষেত্রে চেহারা নিয়েছে পদ্মাপারের দেশ। এদিকে জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস। পিছিয়ে গিয়েছে শুনানি। মঙ্গলবার শুনানি ছিল আদালতে। আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু সেই শুনানি পিছিয়ে যায়। কারণ হিসবে জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণের কোনও আইনজীবী সেখনে পৌঁছয়নি। তাই এক মাস পিছিয়ে দেওয়া হয় শুনানি। এদিকে এরমধ্যেই সামনে এল ভয়ঙ্কর চিত্র। চিন্ময় কৃষ্ণের হয়ে আদলতে যে সওয়াল করবে তাকে গণপিটুনি দেওয়া হবে। এমনটাই অভিযোগ। জোর করে নাকি ইস্তফা দিতে বাধ্য করানো হচ্ছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরকে।
জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল করতে আবেদন জমা দিয়েছিলেন চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। এই কথা জানাজানি হতেই তাকে ঘিরে ধরে বিরোধী আইনজীবীরা। তাকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এমনকি বাধ্য করা হয় ইস্তফা দিতে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের এক আইনজীবী আক্রান্ত হয়েছেন। কার্যত মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। বাংলাদেশের একের পর এক হাড়হিম করা ঘটনা সামনে আসছে। যা ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে সে দেশের সংখ্যালঘুদের। পাশাপাশি ভয় ধরাচ্ছে সমস্ত সনাতনী মানুষকে।
Discussion about this post