বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ছিলেন তিনি স্যার ডন ব্র্যাডম্যান এবার তাঁর টুপি নিলামে উঠল। অনেকেরই হয়তো মনে নেই ১৯৪৭-৪৮ সালে স্বাধীন ভারত প্রথমবার অস্ট্রেলিয়ার সফরে গিয়েছিল ।ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় ব্র্যাডম্যান যে টুপি পড়েছিলেন সেটি নিলাম হল অস্ট্রেলিয়ার সিডনিতে। ২ কোটি টাকায় বিক্রি হয়ে গেল সেই’ ব্যাগি গ্রীন’ টুপি। ভারতের ওই সফরে টিম ম্যানেজার পঙ্কজ পিটার গুপ্তাকে সেই টুপি উপহার দিয়েছিলেন ব্র্যাডম্যান। পরে উইকেট কিপার প্রবীর কুমার সেন কে সেটি দিয়েছিলেন টিম ম্যানেজার ।২০০৩ সালের সেটি ফিরিয়ে নেন টুপির পুরনো মালিক। ২০১০ সাল পর্যন্ত সেই টুপি লোনে রাখা হয়েছিল ব্র্যাডম্যান মিউজিয়ামে। ওই টুপি দুই লক্ষ ৪৫ হাজার পাউন্ডের বিনিময় কিনে নেন এক অস্ট্রেলিয়ার ব্যবসায়ী। সেটির ভারতীয় মূল্য ২.০৩ কোটি টাকা। ৭১৫ রানের সাক্ষী সেই টুপি ।অস্ট্রেলিয়া সেবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল ।ওই সিরিজে নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের শততম রান করেছিলেন ব্র্যাডম্যান। ডন ব্র্যাডম্যান দুই দশক ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে খেলেছিলেন ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ৫২ টি টেস্ট ম্যাচ খেলেছেন ।১৯৪৯ সালে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য নাইট উপাধি পেয়েছিলেন। ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটে ৬৯৯৬ রান করেন তিনি। তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এখনো পর্যন্ত কেউ এই ব্যাটিং গড় ছুঁতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯ টি সেঞ্চুরি এবং ১৩ টি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে আজও তার কথা মনে রেখেছেন অনেকে।
কিছুই জানেন না মাননীয়া পুলিশমন্ত্রী!রাজ্যের বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে যেমন বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তেমনি শুরু হয়েছে নানা রকম...
Read more
Discussion about this post