বাংলাদেশ সীমান্তে নতুন আতঙ্ক। সীমান্ত ঘেঁষা ২৭০ কিলোমিটার এলাকা নিয়ে ভয় বাড়ছে বাংলাদেশের। ওই এলাকা হল মায়ানমারের। বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মায়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি দখল নেওয়ার দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মংডু শহর দখলের মধ্যে দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি গোষ্ঠীটির। মায়ানমারের সশস্ত্র এই গোষ্ঠীটি দীর্ঘ সময় ধরে বর্ডার গার্ড পুলিশ ব্যাটেলিয়নের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জান্তা বাহিনীর দখলে থাকা সীমান্ত এলাকাটি রবিবার তারা দখলে নিয়েছে। এই নিয়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। মায়ানমারের আরাকান আর্মি জানিয়েছে, তারা রোহিঙ্গা মিলিমিয়া বাহিনী আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকার রোহিঙ্গা স্যালেভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও শাসক গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে। শেষ পর্যন্ত তারা আক্রমণের মুখে মায়ানমার জান্তা বাহিনী ওই এলাকা থেকে পালিয়ে যায়। রবিবার মায়ানমার সেনার কাছ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মংডু শহরেরও দখল নিয়ে নেয় আরাকান আর্মি৷ এর ফলে বাংলাদেশ সীমান্ত বরাবর ২৭১ কিলোমিটার এলাকার পুরোটাই তাদের দখলে চলে গেল৷ প্রতিবেশী দেশের সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের চিন্তা বাড়াতে বাধ্য৷ কারণ ২০১৫ সালে এই আরাকান আর্মির সঙ্গে বিজিবি-র দু বার সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ এই আরাকান বাহিনী অতীতে একাধিকবার টেকনাফ অঞ্চলের সমুদ্র পথ থেকে বাংলাদেশি জেলে সহ ট্রলারও অপহরণ করে নিয়ে গিয়েছে৷ সোমবার আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা সংবাদ সংস্থাকে জানান, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মংডু শহরের সেনাঘাঁটি দখল করে নেওয়া হয়েছে। ফলে ২৭১ কিলোমিটার দীর্ঘ মায়ানমার-বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই। জানা গিয়েছে, ওই সেনাঘাঁটির কমান্ডার ব্রিগ যেন থুরেন তুনকে পালানোর সময় বন্দি বানিয়ে নেওয়া হয়। কিন্তু মংডুর পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছে দেশের জুন্টা সরকার। এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় তারা। মায়ানমারের সংবাদমাধ্যমের দাবি করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিনটি প্রধান শহর মংডু, রাখাইনের বুথিডং এবং শিন এলাকা পালেতাওয়ার এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে৷ মায়ানমার সীমান্ত অশান্ত হয়ে ওঠার কারণে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে বেশ কিছুদিন টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলও বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ সরকার৷
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post