ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সম্পর্কে ওয়াকিবহাল গোটা বিশ্ব। কঠিন সময়ে দুই দেশ বরাবর একে অপরের পাশে থেকেছে, সমর্থন করেছে। রবিবার তিনদিনের সফরে মস্কোয় পা রাখেন রাজনাথ।এরপর পুতিনের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং বলেন,’ বিশ্বের গভীরতম সমুদ্রের চেয়েও গভীর’। রাজনাথ সিং সম্প্রতি মস্কো সফরে রয়েছেন। মঙ্গলবার মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে উচ্চ, গভীর সমুদ্রের চেয়েও গভীর। উভয় নেতা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দীপ্ত কন্ঠে পুতিনকে জানিয়েছেন,ভারত সবসময় রাশিয়ার পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। ভূকৌশলগত চাপ এবং আমেরিকার রক্তচক্ষু থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বহাল রাখাই নয়, সহযোগিতাকে আরও গভীর ও প্রসারিত করার জন্য তৎপর। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মস্কোতে এ কথা বলেছেন। তাঁর কথায়, ভারত সর্বদা তার রুশ বন্ধুদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন রাজনাথ। পুতিনের সঙ্গে বৈঠকে রাজনাথ এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন এবং সেগুলি দ্রুত ভারতে সরবরাহের অনুরোধ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে সামরিক ও সামরিক সহযোগিতা সম্পর্কিত ভারত-রাশিয়া আন্তঃ-সরকারি কমিশনের একুশতম অধিবেশনে যোগ দিতে রাশিয়া গিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সর্বোচ্চ পর্বতের থেকেও উচ্চতর এবং গভীরতম সমুদ্রের চেয়ে গভীর।’’ সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গে বৈঠকের পর আজ তিনি দেখা করেন পুতিনের সঙ্গে। রাজনাথের রাজকীয় অভ্যার্থনা হয় মস্কোয়। আন্তর্জাতিক, আঞ্চলিক নানা গুরত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুদেশের বন্ধুত্ব আরও মজবুত করার আহ্বান জানিয়ে বৈঠকে পুতিনকে রাজনাথ বলেন, “আমাদের সম্পর্কের উচ্চতা ছাপিয়ে যায় পাহাড়কে। গভীরতা হারিয়ে দেবে সাগরকেও। চিরকাল রাশিয়ার পাশে থাকবে ভারত।” উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ এক হাজার দিন পার করেছে। এই পরিস্থিতিতে আমেরিকা-সহ ন্যাটো দেশগুলি রাশিয়া একঘরে কোমর বেঁধে নেমেছে। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের আরও কাছে এসেছে রাশিয়া। আলোচনার মাধ্যমে শান্তির পক্ষে সওয়াল করলেও। পুরোন বন্ধুকে হতাশ করেনি ভারত। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে মস্কো বিরোধী প্রস্তাবে ভোট দেয়নি ভারত। তবে যুদ্ধ থামাতে বার বার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মোদি। এর মাঝেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এহেন বার্তা যে দুদেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ তা বলাইবাহুল্য।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন রসায়ন খুবই মধুর হতে শুরু করেছে। প্রায় ৫০...
Read more
Discussion about this post