ফের ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন, কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুঠপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে, মন্তব্য মাহমুদুর রহমানের। এই আবহেই দ্রুত গতিতে ছুটছে ভারতীয় জওয়ানদের গাড়ি। কোথায় যাচ্ছেন তাঁরা? এই প্রশ্নই যখন মাথাচাড়া দিচ্ছে, জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার বাসিন্দারা তখন জানালেন গাড়িগুলি রওনা দিয়েছে সীমান্তের দিকে। আসলে বিএনপির তরফে ডাক দেওয়া হয়েছে লংমার্চের। আগরতলা সীমান্তে সেই মতো এগোচ্ছে বাংলাদেশি লোকজন। কোনও রকম উত্তেজনা এড়াতে তৎপর ভারতীয় সেনা। একের পর এক সেনাবাহিনীর গাড়ি সারি দিয়ে যাচ্ছে সেভেন সিস্টারের পথে। বস্তুত, ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লংমার্চ করছে বিএনপির তিন সংগঠন। ব্রাহ্মণবেড়িয়ার আখাউড়ায় ভাকত সীমান্ত অর্থাৎ ত্রিপুরা সীমান্তের দিকে এগোচ্ছে লংমার্চ। এই লংমার্চে থাকছে বিএনপির তিন সংগঠন। যুব-ছাত্র ও স্বেচ্ছাসেবক। তবে কর্মসূচিতে সরাসরি নেই বিএনপির মূল সংগঠন। নারায়ণগঞ্জ নরসিংদি হয়ে সন্ধে নাগাদ আখাউড়ায় পৌঁছবে লংমার্চটি। যে কোনও ধরনের উত্তেজনা এড়াতে আগেভাগে তৈরি হচ্ছে ভারতীয় সেনাও। জানা যাচ্ছে, বাংলাদেশের তরফে ভারত বিরোধী একাধিক বিবৃতি জারি করার পরই একের পর এক সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে সেখানে। যা নিয়ে গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে। ধূপগুড়ির বাদিন্দা মজিবুল আলম বলেন, “বাংলাদেশ থেকে ভারত বিরোধী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার মধ্যেই গত দুদিন ধরে লাইন দিয়ে সেনাবাহিনীর গাড়ি অসমের দিকে যাচ্ছে। যা দেখে তো মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে। আমরাও দারুণ দুশ্চিন্তায়। যদি যুদ্ধ লাগে কী হবে।” আরও এক বাসিন্দা বাপ্পা বসাক বলেন, “বাংলাদেশিরা হুমকি দিচ্ছে কলকাতা দখল নেবে। কখনো বলছে সেভেন সিস্টার দখল করবে । লংমার্চ শুরু করেছে ওরা। ত্রিপুরার উদ্দেশ্যে বলে শুনেছি। বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে। সেই কারণেই হয়ত সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে আসামের দিকে যাচ্ছে ধূপগুড়ি হয়ে।” ইতিমধ্যে বাংলাদেশী মৌলবাদীরা হুমকি দিয়েছে তারা কলকাতা দখল নেবে। কখনো তারা বলছে সেভেন সিটার দখল করবে। বাংলাদেশ থেকে ভারত বিরোধী নানা বক্তব্য প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। এমত পরিস্থিতিতে তাই কোন ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার। দেশের উত্তর-পূর্ব সীমান্তে তাই সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে পৌঁছতে শুরু করেছে। অন্যদিকে, দীর্ঘ পাঁচ মাস পর ভারতে ফিরে এল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস। তবে কোন যাত্রী নিয়ে নয়।
বাংলাদেশের নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দলের স্বীকৃতি পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা বিএমজেপি। যার পতাকার রং ও নকশা অবিকল...
Read more
Discussion about this post