মায়ানমারের উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু। মায়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করল থাইল্যান্ড। সেখানে উপস্থিত থাকবেন ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়াও যোগ দেবেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন।
পররাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, মায়ানমারের উদ্ভুত পরিস্থিতিতে পর্যালোচনা করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী দেশগুলির করণীয় ঠিক কি, সেই নিয়েও জরুরি বৈঠকের আয়োজন হবে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে থাকবে চিন, ভারত, মায়ানমারও। লাওস ও কম্বোডিয়াও যোগ দেবেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দেবেন।
তবে প্রত্যেকের মধ্যে একটি প্রশ্ন, এই বৈঠকে ঠিক কি আলোচনা উঠে আসতে পারে। জানা যাচ্ছে, মায়ানমারে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে চোরাচালান, মানবপাচার-সহ একাধিক ইস্যু উঠে আসতে পারে। জানা গিয়েছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্ত চলে গিয়েছে আরাকান আর্মির দখলে। এদিকে সীমান্তবর্তী এলাকাতে নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টিকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে বিজিবির নিরাপত্তা। কড়াভাবে টহল দিচ্ছে বিজিবি।
উল্লেখ্য, প্রায় আট মাস ধরে মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই আরাকান আর্মি। যারা বিদ্রোহী গোষ্ঠী হিসাবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গারা সহযোগী সংগঠন। আরাকান রোহিঙ্গা আর্মি এ আরএ ও আরাকান রোহিঙ্গার অবস্থান ছিল জান্তার পক্ষে। এর ফলে সীমান্তবর্তী বিদ্রোহী গোষ্টীর পক্ষে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। পাশাপাশি বাংলাদেশ থেকে রোহিঙ্গা থাকার আশঙ্কা তৈরি আরও জোরাল হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশ একটি অস্থির সময়ের মধ্যে যাচ্ছে। সেখানকার অশান্তিতে রাশ টানতে পারছেন না ইউনূস প্রশাসন। অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে সেখানে শান্তি বিলুপ্ত হয়ে বলা যেতে পারে। সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বাড়ছে। তার উপর ভারত বিরোধী বিদ্বেষ আরও জোরাল হচ্ছে। ঘোষিত না হলেও যেন মনে প্রাণে বাংলাদেশ ভারতে শত্রু দেশ হিসাবে মনে করছে। যদিও চুপ করে বসে নেই ভারত। একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে। বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্র ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমদানি-রফতানিতেও রাশ টানা হয়েছে। বিপাকে রয়েছে বাংলাদেশ। তার মধ্যে মায়ানারের উদ্বুত পরিস্থিতি। যা চিন্তা বাড়ছে। এইবার সামনে এল ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে থাইল্যান্ডে। বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠক থেকে কি উঠে আসে, সেই দিকেই নজর রয়েছে প্রত্যেকের।
Discussion about this post