বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর জি কর কাণ্ড তাড়া করে বেরালো লন্ডনেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একদল প্রবাসী আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে দায়ী করে তুমুল বিক্ষোভ দেখালেন।
লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলগ কলেজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিষয় ছিল ‘সামাজিক উন্নয়ন: নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন’। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রচার করে আসছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও একটা আশঙ্কা ছিল সেখানে আর জি কর কাণ্ড নিয়ে পরিবেশ অশান্ত হতে পারে। এর জন্য মুখ্যমন্ত্রী যে তৈরিই আছেন, সেটাও তিনি জানিয়ে রেখেছিলেন। অবশেষ তাঁর আশঙ্কাই সত্যি করে কেলগ কলেজের ছোট্ট অডিটোরিয়ামে বেশ কয়েকজন প্রতিবাদী হাজির হয়ে যান। তাঁদের হাতে ছিল একাধিক পোস্টার। আচমকা শ্রোতাদের একাংশের বিরোধিতার মুখে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁদের কারও মুখে এ রাজ্যে টাটার বিনিয়োগ না করার প্রসঙ্গ। আবার কারও মুখে শোনা যায় আরজি করের অভয়া কাণ্ডের কথাও। রীতিমতো চ্যাঁচামেচি, বিশৃঙ্খলা শুরু হয়ে যায় শ্রোতাদের একাংশের মধ্যে। হতভম্ব গুটিকয়েক বিদেশী অতিথি। যদিও মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বেশরভাগ অংশই ছিল পশ্চিমবঙ্গ থেকে তাঁর সঙ্গে যাওয়া সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। বিক্ষোভকারীদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন আপনি অভয়াকে খুন করেছেন। কেউ আবার দাবি করেন আপনি মিথ্যাবাদী।
বিক্ষোভ যে একটা হতে পারে তাঁর আঁচ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। ফলে তিনি কার্যত তৈরিই ছিলেন। বিক্ষোভ চলাকালীন তিনি অনেকটাই শান্ত ছিলেন এবং নিজের বক্তৃতা চালিয়ে যান। তাঁকে বলতে শোনা যায়, বিষয়টি আদালতের বিচারাধীন। ফলে এ নিয়ে বলা ঠিক হবে না। একই সঙ্গে বলেন, ‘এই মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করবেন না। প্রয়োজন হলে বাংলায় এসে দেখে যান, আমি মিথ্যে বলছি না’। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না’’।
কে বা কারা এই বিক্ষোভ করলেন, সেই বিষয়ে জানা না গেলেও তৃণমূলের দাবি, এর পিছনে বিজেপির হাত রয়েছে। সেই সঙ্গে রয়েছে লন্ডন প্রবাসী জনা কয়েক অতি বাম সমর্থক। তবে যে বা যারাই এই বিক্ষোভ করে থাকুন, এতে রাজ্যের ভাবমূর্তি বিনিষ্ট হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ। আর জি কর কাণ্ড নিয়ে এমনিতেই পশ্চিমবঙ্গের মুখ পুড়েছে গোটা বিশ্বে। এবার খোদ বিলেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনুষ্ঠানে আর জি কর নিয়ে বিক্ষোভ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কিন্তু মুখ্যমন্ত্রী সুকৌশলে এই বিক্ষোভ চলাকালীন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করলেন। কিন্তু ততক্ষণে এই বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু
Discussion about this post