মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের বাঁধাপুকুর এলাকায় অবরোধ বিজেপির। মোথাবাড়ির ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে যাবার সময় ব্যারিকেড দিয়ে পুলিশের বাধা, প্রতিবাদে অবরোধ। অবরোধ তুললে পুলিশের লাঠিচার্জ। শূন্যে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ইংরেজবাজার লাগোয়া বাঁধাপুকুর এলাকা।
সাম্প্রতিক মোথাবাড়ির ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির প্রতিনিধি দল মোথাবাড়ি থানায় যাচ্ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গাঙ্গোপাধ্যায়, রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন, মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা। ইংরেজ বাজার থানার সাদুল্লাপুর এলাকায় ব্যারিকেড দিয়ে প্রতিনিধি দলটির পথ আটকায় পুলিশ। প্রতিনিধি দলটির পথ আটকানোয় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।
মালদা মোথাবাড়িতে দোকানে হামলা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। সেই হামলার প্রতিবাদে ইংরেজ বাজার থানা এলাকার বাঁধাপুকুরে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অবরোধ তুলতে হাজির হয় প্রচুর পুলিশ বাহিনী। অবরোধ চলাকালীন এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটলে উত্তেজনা আরো ছড়ায়ে পড়ে। এরপরেও নিজেদের অবস্থানে অনড় থাকেন অবরোধকারীরা। এই অবরোধ তুলতে পুলিশ লাঠি চার্জ শুরু করতেই পাল্টা ইটবৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। এই পরিস্থিতিতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে দাবি অবরোধকারীদের। অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। অবরোধ তুলে পুলিশ গাড়ি গুলিকে পার করে দেওয়ার চেষ্টা করলে বাধা দিতে থাকেন অবরোধকারীরা।
বিজেপি নেতাদের অভিযোগ, সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি নেতাদের মোথাবাড়ি যেতে বাধা দিচ্ছে। যাতে তারা ঘটনাস্থলে গিয়ে প্রকৃত অবস্থা জানতে না পারেন।
Discussion about this post