আট বছর আগে ভয়াবহ বন্যায় ধ্বসে যায় এলাকার রাস্তা। তারপর থেকেই রাস্তা নেই এলাকায়, ঢুকতে পারে না এম্বুলেন্স, ব্যাপক সমস্যায় এলাকাবাসী। বারংবার প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ। মন্ত্রীর গড়ে রাস্তার দাবীতে বিক্ষোভ গ্রামবাসীদের।
দীর্ঘ আট বছর আগে বন্যায় ধ্বসে পড়ে এলাকার রাস্তা, তারপর থেকেই রাস্তা নেই এলাকায়, হয় না কোন যানবাহন চলাচল। ঢুকতে পারে না এম্বুলেন্স বা দমকলের গাড়ি, প্রতিনিয়ত ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং প্রসূতিদের। ফুলহর নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকা চাঁদপুর, দশ বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে মধ্য দক্ষিণ চাঁদপুর এলাকায় খাড়ির দুই পাশে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২০১৭ সালের ভয়াবহ বন্যাতে জলের তোরে রাস্তা ভেঙ্গে ধ্বসে যায়, তারপর থেকেই নেই রাস্তা। পথশ্রী প্রকল্পে বহু জায়গায় রাস্তার কাজ হলেও বঞ্চিত থেকে গেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা। রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী, দ্রুত রাস্তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর।
শাসকদলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকাবাসীর দাবীকে যুক্তি সঙ্গত দাবী বলে মনে করছেন। দুই বছর ধরে তিনি চেষ্টা করেও করাতে পারেন নি রাস্তা।
যদিও স্থানীয় বিধায়ক মন্ত্রীর আশ্বাস দ্রুত শুরু হবে মধ্য দক্ষিণ চাঁদপুর এলাকার রাস্তার কাজ।
বাম কংগ্রেস জোটের অভিযোগ এই অঞ্চলে বাম কংগ্রেসের ভোট বেশি থাকার জন্য এই বঞ্চনার স্বীকার হচ্ছেন চাঁদপুর এলাকার সাধারন মানুষ।
ব্রিগেড ডাকলে ভরে যায়, কিন্তু বুথে এজেন্ট পাওয়া যায় না কেন? সিপিএম নেতা-নেত্রীদের মনে এই প্রশ্ন প্রায় এক দশক ধরেই...
Read more
Discussion about this post