সিঙাড়ার সাথে চাটনি কম দেওয়ায় মিষ্টান্ন বিক্রেতাকে মারধর তৃণমূল কাউন্সিলরের। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেফতারের দাবী বিক্ষোভকারীদের।
দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙাড়া কেনেন। সেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি। এই অভিযোগ দোকানের কর্মীকে মারধর করে কাউন্সিলার সেখ নাজির উদ্দিন। দোকানের কর্মীকে মারধরের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায়। দুবরাজপুর থানার সামনে অবরোধ থেকেই দাবী ওঠে অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেফতারের। প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ করার পর অবশেষে পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যে সদাইপুর থানার পুলিশ কাউন্সিলার সেখ নাজির উদ্দিনকে আটক করেছে।
অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান, এটা খুব নক্কারজনক ঘটনা, একজন জন প্রতিনিধি হয়ে কী করে এরকম কাজ করতে পারেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
ব্রিগেড ডাকলে ভরে যায়, কিন্তু বুথে এজেন্ট পাওয়া যায় না কেন? সিপিএম নেতা-নেত্রীদের মনে এই প্রশ্ন প্রায় এক দশক ধরেই...
Read more
Discussion about this post