“মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ইংরেজ বাজারের কাজীগ্রামে ঈদ উপলক্ষে হল বিশেষ নামাজ। প্রথা মেনে নামাজ শেষে হল শুভেচ্ছা বিনিময়। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির ঈদ পালন করেন হল মিষ্টি মুখ।
পবিত্র ঈদ-উল-ফিতর অর্থাৎ খুশির ঈদ সারা বিশ্ব ও দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ঈদ। খুশির ঈদ উপলক্ষে প্রতি বছরই ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ। ধর্মীয় আচার অনুশাসন মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নমাজি। ঈদের নমাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্বশান্তির। পাশাপাশি ইংরেজ বাজারের কাজীগ্রাম অঞ্চলের চন্ডিপুর নওদা বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টর আয়োজনে নওদা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষ সুশৃংখলভাবে নামাজের আয়োজন করা হয়। নামাজে উপস্থিত ইমামদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন সোসাইটির কর্তারা। উপস্থিত সকলকে ও পথ চলতি সকল ধর্মের মানুষদের মিষ্টি মুখ কড়িয়ে সংবর্ধনা দেন। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনাই এখানে আলাদাভাবে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির ঈদ পালন করেন। ঈদগাহ মাঠে নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজে ছোট থেকে বড় উপস্থিত ছিলেন সকলেই। নামাজের পর একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার বার্তা দেন।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post