আবারো বাঘের হানা, খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক দেউলবাড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের চার দিক ঘিরে দেওয়া হচ্ছে জাল দিয়ে। গ্রামের টহল দিচ্ছে পুলিশ ও চলছে পুলিশের মাইকিং।
আবারো বাঘের হানা, খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে বাঘকে গ্রামের ধান খেতের ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে, আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামবাসীরাই রাত জেগে এলাকায় পাহারার ব্যবস্থা করেন। এমনকি জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা, তিনটি খাঁচা পাতা হয়ে এলাকায়, শুরু হয়েছে নজরদারি। কয়েকদিন আগেই কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণরায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এলাকায় এভাবে বারংবার বাঘের আগমনে আতঙ্ক ছড়ায় এলাকায়। সকাল থেকেই গ্রামের চার দিক ঘিরে দেওয়া হচ্ছে জাল দিয়ে। গ্রামের টহল দিচ্ছে পুলিশ ও চলছে পুলিশের মাইকিং।
মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়, তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। জঙ্গলে তিনটি বাঘের কাচা পাতা হয়। এমনকি জঙ্গলে জাল দিয়ে ঘিরে দেয়া হয়।
হাইকোর্টের বিচারাধীন মামলায় কটাক্ষ সুকান্তেরও, জাল ওবিসি শংসাপত্র প্রমাণ হওয়ার পর প্রধান পদ বাতিল হলেও বাতিল হয়নি সদস্যপদ, এখনও গ্রেফতার...
Read more
Discussion about this post