পোলবার সুগন্ধার জয়া বিস্কুট কারখানায় শ্রমিক অসন্তোষ। নববর্ষের দিন কাজ বন্ধ করে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ তৃনমূল শ্রমিক ইউনিয়নের। স্থায়ী শ্রমিকদের চুক্তি শেষ, নতুন করে চুক্তি করছে না কতৃপক্ষ। ঠিকা শ্রমিকদের দিয়েই কাজ করানোয় স্থায়ী শ্রমিকদের অসন্তোষ। গত বছর স্থায়ী শ্রমিকদের চুক্তি শেষ হয়ে গেলেও তাদের সাথে নতুন করে চু্ক্তি না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবী কারখানার স্থায়ী শ্রমিকদের। বিষয় নিয়ে শ্রমদপ্তরে আলোচনা তিন তিন বার বৈঠকেও মেলেনি রফা সূত্র। তাই আজ কারখানার প্রায় দুশো স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোর থেকে মিছিল করে কারখানা গেটে গিয়ে বিক্ষোভ শুরু করে তৃনমূল শ্রমিক ইউনিয়নের ব্যানারে। অস্থায়ী শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও স্থায়ী শ্রমিকরা কাজে যোগ না দিয়েই বিক্ষোভ দেখায়। বিস্কুট কারখানা শ্রমিক নেপাল দাস বলেন, বার্ষিক ইনক্রিমেন্ট কি হবে, বোনাস, অবসরের বয়স সহ আমাদের কয়েকটি দাবী নিয়ে আলোচনার বিষয় ছিল। কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করছে না, তাই দাবী পূরন না হওয়া পর্যন্ত আমরা কাজ করব না।
মুর্শিদাবাদের পরিস্থিতি খানিকটা আয়ত্তে এসেছে। কেন্দ্রীয় বাহিনী নামার এক দিনের মধ্যেই পরিস্থিতি প্রায় শান্তর দিকে। পুলিস কর্তা জাভেদ শামীম বলছেন,...
Read more
Discussion about this post