অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে মহিলা, শিশু সহ ২৪ জন বাংলাদেশীকে গ্রেফতার করলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ২৪ জন বাংলাদেশীকে আলিপুর আদালতে পাঠায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে একাধিক হুমকি এসেছে সে দেশে কঠোরপন্থী মৌলবাদীদের থেকে। ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বেশ কয়েকজন বাংলাদেশী উগ্রপন্থ থেকে গ্রেফতার করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে। এর মধ্যেও চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে আসছেন বহু মানুষ। ভারতীয় বাহিনী তাদের গ্রেফতারও করছে। আবারো চিলমারি জঙ্গলের কাছ থেকে ২৪ জন বাংলাদেশীকে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। যাদের মধ্যে ১১ জন মহিলা ৯ জন পুরুষ ৪ শিশু রয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশীরা ঠিক কি কারণে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।গ্রেফতার হওয়া ২৪ বাংলাদেশিকে পাঠানো হয়েছে আলিপুর আদালতে।
যদিও ধৃত বাংলাদেশিদের বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে তারা তাই কাজের সন্ধানেই অবৈধভাবে এদেশে আশা তাদের।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post