সম্প্রতি রাজ্যের একাধিক অঞ্চলে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার পরিস্থিতি হয়েছে । হাইকোর্টের নির্দেশে পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও এখনও অন্তদন্দ চলছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। আর এই আবহেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষের ঝড়। বিশেষত, সংখ্যালঘু সমাজের একাংশ আইনটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। কারণ, এই ঘটনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদার জেলার বেশ কিছু এলাকা।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্তির আবহে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলন রাজ্যের সংখ্যালঘুদের সামনে সরকারের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের বহিরাগত ঢুকিয়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে। এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে পরিস্থিতি উত্ত্যক্ত করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন হিন্দু ভাই-বোনেদের কাছে তার একটাই অনুরোধ বিজেপি তাদের প্রভাবিত করছে দয়া করে প্রভাবিত হবেন না। আর যদি আপনার সম্পত্তি কেড়ে নেওয়া হতো তাহলে আপনার গায়ে জ্বালা লাগত। ওয়াকফ বিল পাস হয়ে আইনে রূপান্তরিত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে এই আইন লাগু হবে না। এই বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন,
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ, যে তারা এত তাড়াহুড়ো করে ওয়াকফ আইন পাস করল কেন? তারা কি বাংলাদেশের পরিস্থিতি জানে ? এজেন্সি ব্যবহার করে বাইরে থেকে লোক ডেকে বাংলায় হামলা চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি মোদীজিকে অনুরোধ করছি অমিত শাহকে নিয়ন্ত্রণ করার জন্য। অমিত শাহ আমাদের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করছেন। কেন্দ্রীয় সরকার তোপ দেগে এদিন কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন,,
মুখ্যমন্ত্রীর বার্তা, তিনি উস্কানিমূলক বক্তব্য দিতে ওই বৈঠকে হাজির হননি। তার বক্তব্য একটি শান্তির বার্তা সমস্ত ধর্মের কাছে। আমার যেমন কারো ব্যক্তিগত সম্পত্তির উপর কোন অধিকার নেই তেমনি আপনারও কোন অধিকার নেই কোন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি আইন মোতাবেক বাজেয়াপ্ত করা। এই প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন,,,
অর্থাৎ, ওয়াকফ ইস্যুতে এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। রাজ্যের সাম্প্রতিক ঘটনা, সদ্য শিক্ষকদের প্যানেল বাতিল থেকে মুর্শিদাবাদে অশান্তি, সবকিছুর জন্য কেন্দ্রকেই দুষলেন তিনি।
Discussion about this post