কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে আবার কে কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কমদামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে মিহির ঘোষ। ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেফতার তিনি।
মাস কয়েক আগে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে কাঁচরাপাড়া জোনপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে মিহির ঘোষ নামে এক ব্যক্তি। এরপর থেকেই কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে, আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে দেবার অজুহাতে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে মিহির ঘোষ। আজ তাকে গ্রেফতার করলো জেঠিয়া থানার পুলিশ। পুলিশ বাজেয়াপ্ত করেছে নীলবাতি লাগানো এক্সিইউভি গাড়ি, ঘর থেকে উদ্ধার একটি পিস্তল। পুলিশ সুত্রের খবর এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
বাড়ির মালিক লালবাবু রাম বলেন, স্থানীয় এক বাসিন্দা সঙ্গে এসে বাড়ি ভাড়া নেয় মিহির ঘোষ। কাস্টমস অফিসার পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয় অভিযুক্ত। পরিবার নিয়েই এই বাড়িতে থাকতেন মিহির। কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় বাড়িতে আসতে শুরু করে প্রতারিতরা। আজ তাকে গ্রেফতার করলো জেঠিয়া থানার পুলিশ।
স্থানীয় এক প্রতারিত জানায়, এখানে আসার পর থেকেই নীলবাতি লাগানো গাড়ি নিয়ে চলাচল করতো মিহির ঘোষ। ছেলের চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা দাবী করে মিহির, তবে তিনি ইতিমধ্যে প্রায় দু-লক্ষ টাকা দিয়েছে মিহির ঘোষকে। তার গ্রেফতারের পর টাকা নিয়ে আশঙ্কায় রয়েছেন তিনি।
Discussion about this post