গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব প্রীতি শুরু হয়েছে তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর দুই দেশের এই সম্পর্ককে আরও জোড়দার করতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসলেন দুই দেশের পররাষ্ট্র সচিব। দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন হল এই দুই দেশের মধ্যে তাই এবার বাংলাদেশ- পাকিস্তান দুই দেশের অভ্যন্তরীণ সব বিষয়ই এ বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর।
জানা যাচ্ছে, বুধবার ঢাকায় পৌঁছে গিয়েছিল পাকিস্তান পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধি দল। এফওসি শীর্ষক এ বৈঠকে বাংলাদেশের তরফে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালচের নেতৃত্বে এই পররাষ্ট্র পর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন দেনা-পাওনার প্রসঙ্গও আলোচনায় জায়গা পেতে পারে। এদিন বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূসের সঙ্গে। এদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে উভয়েরই সমর্থন রয়েছে। পাশাপাশি, মুক্তিযুদ্ধ সংক্রান্ত ও বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এই বৈঠকের পর বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ‘স্বাভাবিকীকরণের’ আনুষ্ঠানিক সূচনা হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের মাধ্যমে। যার ফলে উন্নত হবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও দুই দেশের জাতীয় নিরাপত্তা ইস্যু।
প্রসঙ্গত, এই মুহূর্তে কিছুদিন আগে জেনারেল ওয়াকার উজ জামানের রাশিয়া সফর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে পথে হাঁটার চেষ্টা করছেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান হাঁটছেন তার উল্টো পথে। অর্থাৎ বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত। এদিকে সেনাপ্রধান ভারত ও রাশিয়ার সঙ্গে অন্যদিকে প্রধান উপদেষ্টা পাকিস্তান ও চিনের সঙ্গে সুসম্পর্ক রাখছে। রাশিয়া সফর সেরে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আর সেনাপ্রধানের সফরকালে তার অবর্তমানে সেদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস যেমন সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম নেতিবাচক পরিকল্পনা করেছিলেন, তেমনই এবার দেশে ফিরতেই এবার সেনাপ্রধান তিনিও যে নিজের পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন তা আর বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে তিনটি রুশ জাহাজ। আর এর পরেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করতে দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের পরিকল্পনা করলেন মহম্মদ ইউনুস তা বলাই বাহুল্য।
Discussion about this post