কবে হবে বাংলাদেশে নির্বাচন ? চলতি বছর নাকি আগামী বছর, তা নিয়ে জোড় জল্পনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর, ঘোষণা দিয়ে জানানো হয়েছিল আগামী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সেদেশে স্থায়ী সরকার স্থাপন করা হবে। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয় বিএনপির। সূত্র বলছে এই বৈঠকে ইউনূসের বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নয় বেগম খালেদা জিয়ার দল বিএনপি।
আবার বিএনপি’র দাবির সঙ্গেও একমত নয় নতুন রাজনৈতিক দল এনসিপি।
বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নির্বাচন নিয়ে ইউনূস যা বলেছেন, তা ধোঁয়াশার জন্ম দিয়েছে । বিএনপি মহাসচিবের কথায়, ‘আমরা একেবারেই সন্তুষ্ট নই ইউনূসের বক্তব্যে । আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বর মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’ তাঁর আরও দাবি, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য কোনও সুনির্দিষ্ট ডেডলাইন তাঁদের দেননি। তিনি শুধু জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।
এরপরে এই বৈঠক প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এই বৈঠকের আলাপ আলোচনা শেষ হওয়ার পরে বিএনপির অধিকারিকদের সন্তুষ্টই মনে হয়েছিল। তাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তাঁরা পেয়েছেন।’ এরপর তিনি আরও বলেন,‘ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছাকৃত বিলম্ব করব অথবা মে বা জুন মাসে নির্বাচন করবো তেমনটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করবো। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার।’
প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছিলেন, দেশে একটা অবাধ, স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচন হবে। তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সরকার অবশ্যই সেদিকে সহায়তা করবে। পাশাপাশি, তিনি জানান, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে, ১৮ মাসের মধ্যে একটা ইলেকশন। আশা করি যে সরকার সেদিকেই ধাবিত হবে। কিন্তু সেনাপ্রধানের এই ইনক্লুসিভ ইলেকশন এর প্রস্তাবটি মেনে নিতে পারেনি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি। কারণ ইনক্লুসিভ এলেকশন হলে সেখানে অংশগ্রহণ করবে আওয়ামীলীগ। আর সেটাই মেনে নিতে পারেননি এনসিপি এর উপদেষ্টা মন্ডলী।
এছাড়া সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে বিএনপি–র এই দাবির সঙ্গে তাঁরা যে একমত নন, সে কথা ফের জানিয়েছেন নতুন রাজনৈতিক দলটির অন্যতম আহ্বায়ক নাহিদ ইসলাম।
Discussion about this post