উত্তরবঙ্গের লোকশিল্পী মনিন্দ্র বর্মন। যিনি বরাবরই
তার গানের মাধ্যমে প্রতিবাদ করেন। সম্প্রতি তিনি একটি গান আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই গানে অবশ্য কোনওভাবে উল্লেখ নেই কোনও রাজনৈতিক দলের। আর তারপরও পুলিশের উৎপীরনের শিকার হন তিনি। এমনটাই অভিযোগ করেন শিল্পী। শিল্পীর বক্তব্য, যে প্রতিদিন স্থানীয় থানার পুলিশ গিয়ে তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে । পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি। একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, আমি গত ১০ তারিখ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। সেই গানটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত সেই গানটি প্রায় ছয় কোটি মানুষ দেখে ফেলেছে। আর এরপরই সমস্যা দানা বাঁধে। ১৩ এপ্রিল থেকে তার বাড়িতে পুলিশের উৎপীড়ন শুরু হয়। পুলিশ তার বাড়িতে এসে খুঁজতে শুরু করেছে। তবে সেই সময় তিনি নাকি বাড়িতে ছিলেন না। পুলিশের প্রশ্ন, মনীন্দ্র কোথায়? যদিও বাড়ির লোক পুলিসকে জিজ্ঞাসা করেন, মনিন্দ্রকে কেন লাগবে ? তখন পুলিশ বলে যে, মনিন্দ্র বর্মন গান আপলোড করেছে, সেই গানটা ডিলিট করতে হবে। শুধু তাই নয়, মনিন্দ্র বর্মনকে থানায় নিয়ে যেতে হবে। বাড়ির লোক জিজ্ঞাসা করেন, নির্দিষ্ট করে কি অভিযোগ রয়েছে? ঠিক কি অভিযোগ রয়েছে শিল্পীর, শুনুন…
উল্লেখ্য, রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আছে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কয়েক বছর ধরে সামনে এসেছে। এমনকি তার দায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে। এক্ষেত্রে বহু মানুষ প্রতিবাদ করছেন। এমনকি প্রতিবাদ করতে গেলে কোথাও কোথাও বাদা আসছে। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, শাসক দল বলে এই রাজ্যে গণতন্ত্র আছে। কিন্তু কোথায় গণতন্ত্র? কারণ এই ব্যক্তি প্রতিবাদ করলেও কারণ নাম নেননি। তবে কি শুধুমাত্র এই গানে পিসি শব্দটি থাকার কারণে তাকে পুলিশ দুষ্কৃতীদের মত খুঁজছে? উঠে আসছে একাধিক প্রশ্ন।
Discussion about this post