এবার কি সত্যিই ভারত পাকিস্তানের যুদ্ধ আসন্ন? কারণ পাকিস্তান সেনাপ্রধান যে মন্তব্য করলেন, তাতে এই প্রশ্নটাই উঠছে। আমাদের আদর্শ, সংস্কৃতি অনেক বেশি উচ্চতর। যা হিন্দুদের সঙ্গে মিল নেই। দ্বি-জাতি তত্ত্বের প্রচারণা চালিয়ে, ভারত ও পাকিস্তান দুটি ভিন্ন জাতি এবং পাকিস্তানিরা তাদের সংস্কৃতি, উচ্চাকাঙ্ক্ষা, আদর্শ এবং আরও অনেক বিষয়ের দিকে হিন্দুদের থেকে আলাদা। বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি তার তত্ত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে ১৯৪৭ সালের ভারত বিভাজনের উদ্দেশ্যে কায়েদ-ই-আজ়ম মহম্মদ আলি জিন্নার দ্বিজাতি তত্ত্ব এর কথা তুলে ধরেন। তিনি ঠিক কি বলেছেন শুনুন
পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির একেবারে স্পষ্ট করে উল্লেখ করলেন, আমাদের পূর্বপুরুষেরা ভাবতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের রীতিনীতি আলাদা, ধর্ম তো আলাদাই। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। আমরা দুই জাতি এক নই। অর্থাৎ একেবারেই হিন্দু বিরোধী কথা বলে বিশ্ব রাজনীতিতে ঝড় তুলে ফেললেন। শুধু তাই নয়, তার বক্তব্যে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ভারত এবং পাকিস্তান যে দুটি পৃথক জাতি দুই মেরুতে অবস্থান করে, সেটা তিনি স্পষ্ট করেন। এমনকি তার বক্তব্যে উঠে এসেছে কাশ্মীর এবং বালোচিস্তান প্রসঙ্গও। এছাড়াও উল্লেখযোগ্যভাবে পাকিস্তানে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান এবং বালোচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, কাশ্মীর হল ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানরা কখনও তাকে ভুলতে পারবে না। অন্যদিকে, বালোচ বিদ্রোহীদের উদ্দ্যেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এবং তিনি মন্তব্য করেন, বালোচিস্তান পাকিস্তানের গর্ব! তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে? ১০ প্রজন্মের মধ্যে কেড়ে নিতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে জম্মু ও কাশ্মীর পাকিস্তান অধিকৃত ছাড়া অসম্পূর্ণ। ভারতের মাথার মুকুটমনি সেটা। আর তাছাড়া পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কাছে একটি বিদেশী এলাকা ছাড়া কিছুই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর
রের জমি সন্ত্রাসের ব্যবসা চালাতে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানকে এই সব ধ্বংস করতেই হবে। এই নিয়ে পাকিস্তানকে করা হুশিয়ারি দিয়েছিল ভারত। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলেছিলেন, শুনুন।
Discussion about this post