বাংলাদেশে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। মাত্র দুই মাস হয়েছে তারা রাজনীতিতে পথ চলা শুরু করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দলের বাহিরে এবং অন্তরে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয়তা বাড়াতে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কি আওয়ামী লীগের সক্রিয়তার কারণেই এই নতুন রাজনৈতিক দলে তৈরি হয়েছে বিশৃঙ্খলা?
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। যার ফলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের। দলটির নেতারা বলছেন, চলমান সংস্কার শেষ হওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ও গণহত্যার বিচারে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন চাপিয়ে দেওয়ার ব্যাপারে একমত নয় জাতীয় নাগরিক পার্টি।
অর্থাৎ, দেশের সংস্কার, গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা- এই তিন সংসার সমাধানের দাবি জানানো ছাড়া, দেশের সাধারণ নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ সৃষ্টিতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ এই সমস্ত বক্তব্যের মাধ্যমে বিএনপি’র সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে দলটির নেতৃত্বরা।
এনসিপির নেতাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির বাধার মুখে পড়েছে তারা। তাদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীদের দখলদারি, চাঁদাবাজিতে লিপ্ত থাকতেই দেখা যায়। এমনকি এই সমস্ত অভিযোগ লিখিত আকারে প্রকাশ করতে দেখা গিয়েছে এনসিপির তরফে।
বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিএনপি ভারতের মদতে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে। এরমধ্যে দেখা গিয়েছে, ঢাকায় আওয়ামী লীগের মিছিল। যেখানে বহু মানুষ অংশ নিয়েছে। আর আওয়ামী লীগের এই মিছিলে কিছুটা ভীতসন্ত্রস্ত জাতীয় নাগরিক পার্টির ছাত্রনেতারাও। আবার বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হওয়ার বার্তা বিশেষ ইঙ্গিত বহন করে চলেছে সেটা পরিষ্কার।
সম্প্রতি বাংলাদেশে অন্তবর্তী সরকার যে ভাবে গোটা দেশ চালাচ্ছে, তাতে বেশিরভাগ মানুষ অসন্তুষ্ট । এমনকি কেউ কেউ প্রবলভাবে চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক। শুধু তাই নয়, কোথাও কোথাও পোস্টার পড়েছে, আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এখন আশঙ্কা তৈরি হচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা এবং বিএনপি’র রাস্তায় নেমে নির্বাচন সংক্রান্ত মিছিল সবটা মিলিয়েই কি নতুন রাজনৈতিক দল এনসিপি তে ভাঙ্গনের সুর! তা শুধু সময়ই বলবে।
Discussion about this post