মনিদ্র বর্মন, উত্তরবঙ্গের একজন লোকশিল্পী। যিনি কিছুদিন আগে তার গানের মাধ্যমে প্রতিবাদ করেন। সম্প্রতি তিনি একটি গান আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই গানে অবশ্য কোনওভাবে উল্লেখ নেই কোনও রাজনৈতিক দলের। আর তারপরও পুলিশের উৎপীরনের শিকার হন তিনি। এমনটাই অভিযোগ করেন শিল্পী। এইবার শিল্পীর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শিল্পীর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তিনি জানান, যে প্রতিদিন স্থানীয় থানার পুলিশ গিয়ে তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে । পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি। একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, আমি গত ১০ তারিখ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। সেই গানটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত সেই গানটি প্রায় ছয় কোটি মানুষ দেখে ফেলেছে। আর এরপরই সমস্যা দানা বাঁধে। ১৩ এপ্রিল থেকে তার বাড়িতে পুলিশের উৎপীড়ন শুরু হয়। পুলিশ তার বাড়িতে এসে খুঁজতে শুরু করেছে। তবে সেই সময় তিনি নাকি বাড়িতে ছিলেন না। পুলিশের প্রশ্ন, মনীন্দ্র কোথায়? যদিও বাড়ির লোক পুলিসকে জিজ্ঞাসা করেন, মনিন্দ্রকে কেন লাগবে ? তখন পুলিশ বলে যে, মনিন্দ্র বর্মন গান আপলোড করেছে, সেই গানটা ডিলিট করতে হবে। শুধু তাই নয়, মনিন্দ্র বর্মনকে থানায় নিয়ে যেতে হবে।এইবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লোকশিল্পীর পাশে দাঁড়ালেন। শুধু তাই নয়,কার্যত তিনি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সরকারকে। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন
রাজ্যের বিরোধী দলনেতা তার পাশে থাকতে নিশ্চই হয়তো শিল্পী খানিকটা আশ্বস্ত হচ্ছেন। তবে সরকার এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। তবে কি এই রাজ্যে সত্যিই কি কেউ প্রতিবাদ করতে পারবে না? এই প্রশ্নগুলি উঠছে।
Discussion about this post