রাজ্যে চলছে লোকসভা নির্বাচন পর্ব। এরই মধ্যে কোথাও রাস্তার বেহাল দশা তো কোথাও আবার এলাকায় কল থেকেও মিলছে না পানীয় জল। কোথাও আবার দিনের পর দিন বিদ্যুতের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। সপ্তাহের শুরুতে ফের প্রকাশ্য রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালি থানা সংলগ্ন কৃষ্ণনগর দোগাছি সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে এলাকায় ইলেকট্রিক না থাকায় অতিষ্ট গ্রামবাসী। তাদের দাবি, মাঝে মধ্যেই একটানা বেশ কয়েকঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। এ বিষয় নিয়ে বারংবার বৈদ্যুতিক দফতরে জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। তারই প্রতিবাদে এদিন রাস্তায় টায়ার বিক্ষোভে সামিল হন উত্তেজিত জনতা।
এলাকায় বিক্ষোভের খবর ঘটনাস্থলে যায় কোতয়ালী থানার পুলিশ ও ইলেকট্রিক দফতরের কর্মীরা। এলাকায় বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছাতেই তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিতরা। একদিকে চাঁদিফাটা গরম অন্যদিকে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা হলেই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায় বলে অভিযোগ। ফলে দীর্ঘক্ষণের বিদ্যুৎ না আসায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।।
Discussion about this post