মিঠুন চক্রবর্তীর রোড শোতে ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে। কর্মসূচি চলাকালীন বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেছে বিজেপি।মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। সেই সময় তাঁর সেই রোড-শোয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপর কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, যে রাস্তা দিয়ে রোড শো হওয়ার কথা ছিল সেই রাস্তায় কয়েকজন তৃণমূল দুষ্কৃতীরা মিঠুনকে উদ্দেশ্য করে কিছু ব্যানার-পোস্টার লিখে এনেছিলেন। সেই বিষয়টি নিয়েই বচসা বাধে দুই পক্ষের মধ্যে। এরপরই জলের বোতল ও ইট ছোড়া হয় মহাগুরুকে লক্ষ্য করে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় অগ্নিমিত্রা পাল বা মিঠুন চক্রবর্তী কারোরই আঘাত লাগেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post