শেষ হতে চলেছে গরমের ছুটি। আগামী ৩ জুন থেকে আবারও স্কুলমুখী হতে হবে পড়ুয়াদের। স্কুল খোলা নিয়ে এমনই নির্দেশিকা দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আগামী ১লা জুন শেষ হতে চলেছে রাজ্যে সপ্তম দফার নির্বাচন। ২ তারিখ যেহেতু রবিবার তাই ৩ তারিখ সোমবার থেকেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। তবে অভিবাবক মহলের চিন্তা আগামী ৪ জুন ভোট গণণা। সে ক্ষেত্রে কী হবে, সেটা নিয়েই রয়ে গেল ধোঁয়াশা।
উল্লেখ্য, গত মাসের গোড়ার দিকে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি নিয়ে নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দফতর। একদিকে ভোট অন্যদিকে চাঁদিফাটা গরমের তীব্র দাবদাহ, দুয়ের উর্দ্ধমুখী পারদের জেরে মেয়াদ বাড়ানো হয়েছিল গরমের ছুটির। গত এপ্রিলের ২২ তারিখ থেকে গরমের ছুটি পড়ে গিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি ও সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে। কিন্তু এবছর লোকসভা ভোটের জন্য গরমের ছুটি কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেণ্ডার অনুযায়ী, গরমের ছুটি পড়ার কথা ছিল ৬ই মে থেকে এবং যা সমাপ্তি হত ২ রা জুন। কিন্তু চলতি বছর তীব্র দাবদাহের হাত থেকে শিশুদের বাঁচাতে গরমের ছুটি পড়েছে কিছুটা আগেই, ২২ শে এপ্রিল থেকে। কিন্তু ভোট আবহে কবে খুলবে তা জানানো হয়নি শিক্ষা দফতরের তরফে। এবার গরমের ছুটির মেয়াদ শেষের দিন ঘোষণা করে দিল রাজ্যের শিক্ষা দফতর।
Discussion about this post