রেমালের প্রভাবে উত্তর সিকিমে অতিবৃষ্টি। জলস্তর বাড়ছে তিস্তা নদীতে,, জল ঢুকছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। । বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল। সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে জল। তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকায় , পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের। কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। । সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন।কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি । পাশাপাশি, জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষা ঢুকতে পারে। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে তার আগে ফের একবার তাপমাত্রার পারদ বাড়বে বলে ইঙ্গিত মিলল। রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড় ‘রেমাল’-র তাণ্ডবের পর কিছু সময়ের জন্য আবার গুমোট পরিবেশ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post