নরেন্দ্র মোদি লোভী। সেই কারণে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন৷ আবারো মোদির বিরুদ্ধে বিস্ফোরক শ্রীরামপুরের তৃণমূলের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃতীয় এনডিএ সরকার বেশিদিন টিকবে না বলেও দাবি করেন তিনি৷ কল্যাণের ভবিষ্যদ্বাণী, এনডিএ সরকার ভাঙবে ও আগামী দেড় বছরে আবারও নির্বাচন হবে দেশে৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ জাঙ্গিপাড়া ও চণ্ডিতলা বিধানসভা এলাকায় যান৷ সেখানে তৃণমূলের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন৷ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন৷
পরে সংবাদ মাধ্যমের সামনে নরেন্দ্র মোদি এবং তাঁর তৃতীয় এনডিএ সরকার গঠন নিয়ে আক্রমণ করলেন কল্যাণ৷ কল্যাণ বলেন, “নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়৷ তাঁর লোভ আছে, তাই প্রধানমন্ত্রী হচ্ছেন৷ তবে, এই সরকার বেশিদিন টেকার নয়৷ আগামী দেড় বছরে আবারও ভোট হবে৷” এরপরই দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তৃণমূলের বিজয়ী প্রার্থীকে।
কল্যাণের কথায়, “দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একজন শক্তিশালী রাজনৈতিক নেতা৷ কিন্তু, দুর্ভাগ্যের বিষয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের সঠিক মূল্যায়ন করতে পারল না৷ যদিও, দিলীপ ঘোষ নিজেই হেরে গিয়েছেন৷ তাতে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে৷ আমাকে অনেকে যখন জিজ্ঞেস করত, তখন আমি বলতাম দিলীপ ঘোষ আসল বিজেপির লোক৷ তিনিই বিজেপির মাটি তৈরি করেছেন রাজ্যে ৷”
Discussion about this post