চিকিৎসার জন্য কিছুদিনের বিরতি নিয়েছেন দলের কাজকর্ম থেকে। সেই বিরতির মাঝেই, বিপুল জয়ের জন্য কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাতে চলে গেলেন ডায়মন্ড হারবার। ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফলপ্রকাশের পর মানুষকে শুভেচ্ছা জানাতে আসবেন। সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার বিকালে বিষ্ণুপুর বিধানসভার আমতলায় সাংসদ অফিসে পৌঁছে যান অভিষেক।
সদ্য শেষ হয়েছে অষ্টদশ লোকসভা ভোট। তার আগে প্রায় দুমাস লাগাতার প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচন শেষ হতেই নিজের এক্স পোস্ট করে তিনি জানিয়েছিলেন, রাজনীতি থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন। তবে, তার দুদিনের মধ্যেই নিজের লোকসভা ডায়মণ্ড হারবারে কর্মীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন দলের সেকেন্ড ইন কমান্ড।
২০১৯ সালে তিনি ডায়মন্ড হারবারে জিতেছিলেন সাড়ে তিন লক্ষ ভোটে। এ বারের লোকসভা ভোটের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে তাঁর ভোটে জেতার ব্যবধান বেড়ে হবে চার লক্ষ। ফলপ্রকাশের পর দেখা গিয়েছে তা সাত লক্ষ পার করে গিয়েছে। দেশের মধ্যে রেকর্ড গড়েছেন তৃণমূলের সেনাপতি। যাঁদের জন্য তা সম্ভব হয়েছে, সেই নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে শুক্রবার নিজের সাংসদ অফিসে গেলেন অভিষেক।
ভোটের প্রচারে ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক ভোটারদের উদ্দেশে বলেছিলেন, ”আমি আপনাদের ঘরের ছেলে। ভোট চাইতে নয়, আশীর্বাদ নিতে এসেছি। কথা দিচ্ছি, ফলপ্রকাশের পর সবার আগে আপনাদের কাছেই ফিরে আসব। আপনাদের কথা শুনব।” এবার রেকর্ড ভোটে ফের জনপ্রতিনিধি হয়ে সেই কথাই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি বুধবার সোশাল মিডিয়ায় নিজের ‘বিরতি’র কথা জানিয়েছিলেন। মনে করা হচ্ছিল, চিকিৎসার জন্য অভিষেক হয়ত দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু শুক্রবার আমতলার কার্যালয়ে অভিষেকের উপস্থিতি সেই ধারণা খারিজ করে দিল।
Discussion about this post