নিউ জলপাইগুড়ির কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। একাধিক মৃত্যুর ঘটনা, সঙ্গে আহতের সংখ্যা বাড়ছে। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার কামরা। লাইন থেকে ছিটকে গেল আরও একটি কামরা। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সেই পরিস্থিতিতে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সোমবার বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে। যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়াও পার্থপ্রতিমবাবু বলেন, রাঙাপানিতে ইতিমধ্যেই ১০টা বাস পাঠানো হয়েছে। সেই বাসে করে যাত্রীরা এনজেপিতে ফিরতে পারবেন। যাঁরা কলকাতায় ফিরতে চান তাঁরা প্রয়োজনে সরকারি বাসেই ফিরতে পারেন। এদিকে এনবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রাঙাপানি থেকে শিলিগুড়ি পর্যন্ত আসার জন্য কোনও ভাড়া নেওয়া হবে না। আমরা দুর্ঘটনাগ্রস্তদের পাশে সবসময় রয়েছি। দুর্ঘটনার পর আটকে পড়া ট্রেন যাত্রীদের শিয়ালদহ আনার জন্য শিলিগুড়ি তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে বিশেষ বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
পাশাপাশি জানা যাচ্ছে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, নাগেরকোয়েল-ডিব্রুগড় স্পেশ্যাল, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-ডিব্রুগড় তেজস রাজধানী এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গে রেল চলাচলে খুব একটা সমস্যা হবে না। সেখানে আরও একটি লাইন ব্যবহারযোগ্য রয়েছে। আপাতত তার মাধ্যমে ট্রেন চলাচল করানো হবে। এছাড়াও রেল সূত্রের আরো খবর, দুর্ঘটনার কবলে পরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির পিছনের দিকের ৫টি কামরা বাদে বাকি কামরাগুলি নিয়ে ট্রেনটি রওনা দিয়েছে মালদহের উদ্দেশে।
প্রসঙ্গত, শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এস পি, ডি এম ছাড়াও মেডিকেল টিম ঘটনাস্থলে রওনা হয়ে গিয়েছে। আপৎকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদাতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন।
মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”। রেল দুর্ঘটনার পরে রেলের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। একইসঙ্গে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
Discussion about this post