কাদের কাদের বাতিল হচ্ছে আধার কার্ড? হলফনামা দিয়ে জানাল কেন্দ্র। লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বহু জায়গায় সাধারণ মানুষের আধার কার্ড বাতিলের চিঠি আসে। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়। সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। ঠিক কাদের কাদের আধার কার্ড বাতিল হয়েছে, সে বিষয়ে আদালতে বিস্তারিত হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার। গত মার্চ মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়। জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর এই মামলা দায়ের করে।
মামলার শুনানিতে আবেদনকারী জানান, আধার কার্ড ব্যাপক ভাবে বাতিল করা হচ্ছে। যা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়। ঠিক কী কারনে এই ঘটনা তা জানতে চান আবেদনকারী। স্পষ্ট ভাবে যাতে কেন্দ্র এই বিষয়ে জানায় তাও জানতে চাওয়া হয়। এখন প্রশ্ন হল কাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র? জানা যাচ্ছে, যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্যে পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, তাদের আধার বাতিল হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যাপ্ত নথি ছাড়া বেআইনি ভাবে থেকে যাওয়া বিদেশী নাগরিকদের জন্যে এই চিন্তা ভাবনা কেন্দ্রের। ইতিমধ্যেই আধার ডেটাবেস থেকেই তাদের শনাক্ত করার কাজ করা হচ্ছে। যারা বেআইনি ভাবে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে। জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছে তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ।
Discussion about this post